ধামরাইয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৪

প্রকাশ | ২৭ মার্চ ২০২৪, ১৭:১২

​​​​​​​ধামরাই (ঢাকা) প্রতিনিধি, ঢাকা টাইমস

ঢাকার ধামরাই পৌরসভার মোকামটোলা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে একই পরিবারের চার জন দগ্ধ হয়েছেন। বুধবার (২৭ মার্চ) ভোররাতে সেহরির জন্য রান্না করার সময় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা।

দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। দগ্ধ ব্যক্তিরা হলেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা নান্নু মিয়া (৬২), তার স্ত্রী সুফিয়া বেগম (৪৮), মেয়ে গণবিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্রী সাথী আক্তার মৌ (২৩) ছেলে কলেজ ছাত্র সোহাগ (১৯) তাদের বাড়ি ধামরাইয়ের বাইশাকান্দা ইউনিয়নের উত্তরপাড়া এলাকায়। নান্নু মিয়া ছেলেমেয়েদের লেখাপড়া সুবিধার জন্য মোকামটোলা এলাকার আমেরিকা প্রবাসী ইব্রাহিম মিয়ার চারতলা ভবনের নিচতলায় ভাড়া থাকতেন।

এলাকাবাসী জানান, রাত ৩টার দিকে নিচতলায় বিকট শব্দ হয়। এরপর খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠায়।

(ঢাকাটাইমস/২৭মার্চ/কেএম)