কেমন আছেন ক্যানসারে আক্রান্ত অভিনেতা ওয়ালিউল হক?

প্রকাশ | ৩০ মার্চ ২০২৪, ১৫:৫৯

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস

দীর্ঘদিন ধরে কোলন ক্যানসারে আক্রান্ত ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ওয়ালিউল হক রুমি। দুই সপ্তাহ ধরে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। রয়েছেন করনারি কেয়ার ইউনিট- সিসিইউতে।

এখন কেমন আছেন অভিনেতা ওয়ালিউল হক রুমি? এ প্রসঙ্গে অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক অভিনেতা রওনক হাসান জানিয়েছেন, ‘রুমির শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। তবে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে থাকতে হবে তাকে।’

এদিকে, অভিনেতা রুমির শারীরিক অসুস্থতায় সবার কাছে দোয়া চেয়েছেন তার পরিবার।

এই কোলন ক্যানসারের প্রাথমিক চিকিৎসা করাতে এর আগে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়েছিল অভিনেতাকে। সেখানে চিকিৎসায় অনেকটা সুস্থ হয়ে উঠলে দেশে ফিরে আসেন। তবে সম্প্রতি ফের অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

১৯৮৮ সালে ‘এখন ক্রীতদাস’ নাটকের মাধ্যমে অভিনয় জগতে যাত্রা শুরু হয় রুমির। নাটকে জনপ্রিয়তা পাওয়ার পর সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। ২০০৯ সালে ‘দরিয়া পাড়ের দৌলতী’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে প্রথম বড় পর্দায় কাজ করেন।

রুমি অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘ঢাকা টু বরিশাল’, ‘আমেরিকান সাহেব’, ‘জার্নি বাই বাস’, ‘বাকির নাম ফাঁকি’, ‘যমজ সিরিজ’, ‘কমেডি ৪২০’, ‘চৈতা পাগল’, ‘জীবনের অলিগলি’, ‘মেঘে ঢাকা শহর’ ইত্যাদি।

(ঢাকাটাইমস/৩০মার্চ/এলএম/এজে)