সীমান্তে ফের বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আহত ২

প্রকাশ | ৩০ মার্চ ২০২৪, ১৫:৪১ | আপডেট: ৩০ মার্চ ২০২৪, ১৬:৫৬

লালমনিরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বুড়িরহাট সীমান্তে বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। নিহত ব্যক্তির নাম শ্রী মুরুলী চন্দ্র (৪২)।

নিহত ব্যক্তি চন্দ্রপুর ইউনিয়নের বালাপাড়া গ্রামের সুশীল চন্দ্র রায়ের পুত্র বলে জানা গেছে। আহতরা হলেন একই গ্রামের আজিমুল হকের পুত্র মিজানুর রহমান ও নুর ইসলামের পুত্র লিটন মিয়া। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, শনিবার মধ্যরাতে লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবির বুড়িরহাট সীমান্তের ভেতরে প্রবেশ করলে  বাংলাদেশি নাগরিককে গরু চোরাকারবারি সন্দেহে গুলিবর্ষণ করে বিএসএফ। ফলে বাংলাদেশি নাগরিক শ্রী মুরুলি চন্দ্র মারা যান। তার বাড়ি লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার উ. বালাপাড়া গ্রামে।  আহত হন মো. মিজানুর রহমান (৩২)  ও মো. লিটন মিয়া (৪২)। 

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মোফাজ্জল হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, এ ব্যাপারে কড়া প্রতিবাদ জানিয়ে বিএসএফের নিকট একটি পত্র প্রেরণ করা হয়েছে। 

(ঢাকাটাইমস/৩০মার্চ/এআর)