কালীগঞ্জে বিএনপির ইফতার মাহফিলে পুলিশের বাধা
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির ইফতার মাহফিল বন্ধ করে দিয়েছে পুলিশ।
শনিবার উপজেলা শহরের নলডাঙ্গা সড়কে বিএনপি এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল।
ইফতার মাহফিল সফল করতে আয়োজকদের পক্ষ থেকে সকর কার্যক্রম শেষ পর্যায়ে ছিল। কিন্তু শনিবার সকালে কালীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এই ইফতার মাহফিল বন্ধের নির্দেশ দেন।
পুলিশের দাবি ইফতার মাহফিল আয়োজনের জন্য থানা থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। ফলে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও বিএনপির দ্বায়িত্বশীল নেতারা বলছেন মাহফিল আয়োজনের এক সপ্তাহ আগেই জেলা পুলিশের বিশেষ শাখায় অনুমতির জন্য আবেদন করা হয়েছিল।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ জানান, আমরা মাহফিল আয়োজনের এক সপ্তাহ আগেই জেলা পুলিশের বিশেষ শাখায় অনুমতির জন্য আবেদন করেছিলাম। কিন্তু পুলিশের পক্ষ থেকে কোনো উত্তর দেওয়া হয়নি। আমাদের নির্ধারিত দিন ছিল শনিবার। আয়োজন প্রায় শেষ পর্যায়ে ছিল তখন কালীগঞ্জ থানার পুলিশ এসে বন্ধ ইফতার মাহফিল বন্ধ করে দেয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আজিফ জানান, বড় পরিসরে দলীয় কোনো আয়োজন করতে হলে জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের অনুমতি নিতে হয়। কিন্তু তারা কোনো অনুমতি নেয়নি। অনুমতি না নিয়েই তারা ওপেন প্লেসে বড় পরিসরে আয়োজন করেছেন। যে কারণে তাদের অনুষ্ঠান করতে নিষেধ করা হয়েছে।
(ঢাকাটাইমস/৩০মার্চ/প্রতিনিধি/পিএস