ভারতীয় পেঁয়াজ বিক্রি শুরু মঙ্গলবার

প্রকাশ | ০১ এপ্রিল ২০২৪, ১৭:২৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

ভারত থেকে আমদানিকৃত ১ হাজার ৬৫০ টন পেঁয়াজ মঙ্গলবার থেকে বিক্রি শুরু করা হবে বলে জানিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

তার আগে এদিন সকাল ১০টায় রাজধানীর কারওয়ান বাজারের টিসিবি ভবনের সামনে পেঁয়াজ বিক্রি কার্যক্রম উদ্বোধন করবেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

টিসিবি সূত্রে জানা যায়, ঢাকায় ১০৩টি, চট্টগ্রামে ৫০টি ও গাজীপুরে ১৫-২০টি স্পটে এই বিক্রি কার্যক্রম চালানো হবে। প্রতিটি ট্রাকে থাকবে ১০ টন করে। প্রতি কেজির দাম পড়বে ৪০ টাকা।

এর আগে রবিবার বিকাল সোয়া ৫টার দিকে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ চুয়াডাঙ্গার দর্শনা স্টেশনে এসে পৌঁছায়। সোমবার সকাল ৬টার দিকে পেঁয়াজের এই চালানটি সিরাজগঞ্জে এসে পৌঁছায়।

(ঢাকাটাইমস/১এপ্রিল/এলএম/ইএস)