মতের অমিল হলেই মানুষকে পেটান ষাটোর্ধ্ব 'গামছা নোয়াব' 

প্রকাশ | ০২ এপ্রিল ২০২৪, ২০:২৫ | আপডেট: ০২ এপ্রিল ২০২৪, ২০:৪৩

কুমিল্লা প্রতিনিধি, ঢাকা টাইমস

কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নের কৃষক মোহাম্মদ নোয়াব মিয়া। সবাই তাকে চিনে 'গামছা নোয়াব' নামে। দেখতে সহজ সরল প্রকৃতির ষাটোর্ধ্ব বয়সি এই ব্যক্তি। কিন্তু এলাকার অধিকাংশ মানুষের সঙ্গে ঝগড়া তার। মতের অমিল হলেই মারধর করেন এলাকার মানুষকে। সম্প্রতি মারধরের শিকার এমনই এক ভুক্তভোগী মন্টু মোহন সাহা অভিযোগ করেন বুড়িচং থানায়। 

অভিযোগ সূত্রে জানা যায়, ইউনিয়নের ছয়গ্রাম বাজার এলাকায় কোনো কারণ ছাড়াই মন্টু মোহন সাহাকে বেধড়ক মারধর করেন নোয়াব মিয়া। বিষয়টি সুরাহার জন্য গ্রাম্য সালিশ ডাকলেও উপস্থিত থাকেননি তিনি। 

খোঁজ নিয়ে জানা যায়, গ্রামের অধিকাংশ মানুষের সঙ্গে ঝগড়া তার। সংকর সাহা নামের এক বৃদ্ধকে মারধর করে ঘর ছাড়া করেন তিনি। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে গ্রাম ছেড়ে ভারতে পাড়ি জমান সংকর। 

স্থানীয় ফিরোজ মিয়া জানান, আমার সামনে কোনো কারণ ছাড়াই মন্টুকে পিটিয়েছে। এর আগেও অনেককে মারধর করেছে। 

স্থানীয় ছয়গ্রাম বাজার কমিটির সাধারণ সম্পাদক খসরুল আলম বলেন, নোয়াব মিয়া কারো কথা শুনেন না। সবার সঙ্গে তার বিবাদ। এর আগে বেশ কয়েকজনকে পিটিয়েছে। বিচার বসলেও তিনি আসেন না। 

অভিযুক্ত নোয়াব মিয়ার সঙ্গে যোগাযোগ করলে তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলবেন না বলে জানিয়েছেন। 

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত খন্দকার বলেন, আমরা গতকাল অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেবো। 

(ঢাকাটাইমস/২এপ্রিল/এআর)