রাঙামাটিতে গ্যালন ভর্তি মদসহ পাচারকারী আটক 

প্রকাশ | ০৪ এপ্রিল ২০২৪, ১৩:৩৪

কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি, ঢাকা টাইমস

রাঙামাটির কাপ্তাই থানা পুলিশ প্লাস্টিকের গ্যালন ও বোতল ভর্তি দেশীয় তৈরি মদসহ পাচারকারী মহিলাকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় আটক বিশাখা তনচংগাকে (৩০) রাঙামাটি আদালতে সোপর্দ করা হয়েছে।

বিশাখা তনচংগ্যা কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর দেবতাছড়ি (ছোট পাগলী) গ্রামের বসবাস করে।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, প্লাস্টিকের গ্যালন ও বোতল ভর্তি করে ২৬ লিটার দেশীয় তৈরি মদ পাচারের সংবাদ পাই। এ সময়  থানার এসআই আল-আমিন, এসআই নাজমুল হাসান, এএসআই মো. লিটন মিয়া সঙ্গীয় ফোর্সসহ মাদক পাচারকারীর বসত ঘরের শয়ন কক্ষ হতে মদসহ পাচারকারীকে বুধবার রাত সাড়ে ৮টায় আটক করা হয়। মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার রাঙামাটি আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান।

(ঢাকাটাইমস/৪এপ্রিল/এআর