রাণীনগরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

প্রকাশ | ০৪ এপ্রিল ২০২৪, ১৬:৪৫

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি, ঢাকা টাইমস

নওগাঁর রাণীনগরে ২০২৩-২৪ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ, আউশ ফসলের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুমের সভাপতিত্বে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন স্থানীয় সংসদ সদস্য ওমর ফারুক সুমন।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হক, রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু ওবায়েদ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসানসহ অনেকে উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি বিভাগ জানায়, ২০ জন কৃষককে এক কেজি করে পাট বীজ দেওয়া হয়েছে। আর আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় ৪ হাজার ২৪০ জন কৃষককে বীজ ও সার সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়। আউশ প্রণোদনার আওতায় প্রতিজন কৃষক ৫ কেজি করে আউশ ধানের বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার পাবেন।

(ঢাকাটাইমস/০৪ এপ্রিল/প্রতিনিধি/পিএস)