চন্দ্রঘোনায় প্লাস্টিক ব্যাগভর্তি মদসহ গ্রেপ্তার ২

প্রকাশ | ০৪ এপ্রিল ২০২৪, ১৯:১২ | আপডেট: ০৪ এপ্রিল ২০২৪, ১৯:১৪

কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি, ঢাকা টাইমস

রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে প্লাস্টিকের ব্যাগভর্তি মদসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার ভোর ৫টায় রাইখালী বাজারের মাঝিপাড়া বটতল থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মেমী   প্রকাশ (কেমী) (৪৪) সুই মং মারমা (২৮)  এরা  কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন  বড়খোলা পাড়ায় বসবাস করে।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনছারুল করিম জানান গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মো. মকবুল হোসেন সঙ্গীয় পুলিশ ফোর্সসহ রাইখালী বাজারের মাঝিপাড়া বটতলা সংলগ্ন একটি দোকানের সামনে অভিযান চালিয়ে পাচারকালে ৮০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ দুই পাচারকারীকে আটক করেছে। ঘটনায় চন্দ্রঘোনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

(ঢাকাটাইমস/০৪ এপ্রিল/প্রতিনিধি/পিএস)