মির্জাপুরে অবৈধভাবে বালুকাটায় চারজনের কারাদণ্ড ​​​​

প্রকাশ | ০৫ এপ্রিল ২০২৪, ০৮:৪৪

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস

টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদীর চর থেকে অবৈধভাবে খনন যন্ত্র দিয়ে বালু কেটে বিক্রির অপরাধে চার জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকালে উপজেলার গোড়াই ইউনিয়নের পালপাড়া ও খামারপাড়া এলাকার বংশাই নদীর চরে এ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ নুরুল আলম। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান ইউএনও'র সঙ্গে ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, ইব্রাহিম মিয়ার ছেলে আনোয়ার (৪০), আব্দুল শেখের ছেলে মো. মামুন রানা (২০), লিকু দেওয়ানের ছেলে রাব্বি দেওয়ান (৩০) ও আনিছুর রহমানের ছেলে কাজল দেওয়ান (৩০)।

ভ্রাম্যমাণ আদালত এদের প্রত্যেককে ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে প্রেরণ করেছে।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ নুরুল আলম।

 (ঢাকাটাইমস/০৫এপ্রিল/প্রতিনিধি/পিএস)