গজারিয়ায় ৫০০ পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ
প্রকাশ | ০৫ এপ্রিল ২০২৪, ১৬:৫৮
মুন্সীগঞ্জের গজারিয়ায় বালুয়াকান্দি ইউনিয়নের ৫০০ দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও আর্থিক সহযোগিতা প্রদান করেছে জাগ্রত মানবতা নামে একটি সামাজিক সংগঠন।
সংগঠনটির পক্ষ থেকে আলু, পেঁয়াজ, আটা, চিনি, লবণ, সয়াবিন তেল, সাবান, সেমাই সহ বিভিন্ন ধরনের ঈদ সামগ্রী দেওয়া হয় পাশাপাশি উপস্থিত সবাইকে নগদ ৫০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
শুক্রবার বিকালে ছোট রায়পাড়া খেলার মাঠে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ সদর-গজারিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. রাজিব খান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জাগ্রত মানবতা সংগঠনের সভাপতি দেলোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী মহিদুল ইসলাম মিশন, সাধারণ সম্পাদক সোহেল রানা জ্যেষ্ঠ সহসভাপতি সেলিম জাবেদ, সহসভাপতি মো, মহিউদ্দিন হান্নান, সাংগঠনিক সম্পাদক মো. ওয়াসকুরুনী বিপুল, সহ সাংগঠনিক সম্পাদক মো. আল-আমিন, দপ্তর সম্পাদক মো. বাদল হোসাইন প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই মহৎ কাজে আমি উপস্থিত থাকতে পেরে আনন্দিত।
ঈদ উপহার সামগ্রী নিতে আসা গরিব পরিবারের লোকজন জানায়, এহন জিনিসপত্রের যেই দাম। ভাবছিলাম এইবার আলু, পেঁয়াজ, আটা, চিনি, লবণ, সয়াবিন তেল, সাবান, সেমাই-কিনতে পারমুনা কিন্তু আল্লাহ কি রহমত আমাগো জাগ্রত মানবতা সংগঠন আমাগো ঈদের বাজার কইরা দিছে। আমরা দোয়া করি সংগঠনের চেয়ারম্যান ও তার পরিবারকে যেন আল্লাহ তায়ালা সুখে রাহেন।
(ঢাকা টাইমস/০৫এপ্রিল/এসএ)