রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ডাকাতির ঘটনায় মামলা, আটক ১২

প্রকাশ | ০৫ এপ্রিল ২০২৪, ২০:৪৮

বাগেরহাট প্রতিনিধি, ঢাকা টাইমস

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ডাকাতির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ডাকাতির ঘটনায় জড়িত একজন গুলিবিদ্ধসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার রাতে আনসার ব্যাটালিয়নের হাবিলদার শহিদুল ইসলাম বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩০-৪০ জনকে আসামি করে রামপাল থানা একটি মামলা দায়ের করেন।
মামলায় বাদী উল্লেখ করেন, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তিন নম্বর টাওয়ারের পাঁচ নম্বর ইয়া্ডের সীমানা প্রাচীর কেটে ৫০-৬০ ডাকাত নিরাপত্তা কর্মীদের মারধর করে মোবাইল ও লোহার বিভিন্ন ধরনের মালামাল লুটপাট করে নিয়ে যায়। ডাকাতদের সশস্ত্র হামলায় এক আনসার সদস্য ও চারজন নিরাপত্তা কর্মী গুরুতর আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে রামপাল স্বাস্থ্যকেন্দ্রে ও খুলনা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ এ ঘটনায় অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় লুটে নেওয়া দেড় হাজার কেজি লোহার রড উদ্ধার করা হয়।
রামপাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাস জানান, গ্রেপ্তারকৃত ১১ জনকে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। গুলিবিদ্ধ একজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসা নিচ্ছে।
(ঢাকা টাইমস/০৫এপ্রিল/এসএ)