মহিপুরে আগুনে ক্ষতিগ্রস্ত মৎস্য আড়ত পরিদর্শনে ত্রাণ প্রতিমন্ত্রী

প্রকাশ | ০৬ এপ্রিল ২০২৪, ১৬:৫৪

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকা টাইমস

পটুয়াখালীর বৃহত্তম মৎস্য বন্দর মহিপুরে আগুনে পুড়ে যাওয়া মৎস্য আড়ত পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ প্রতিমন্ত্রী অধ্যক্ষ মহিববুর রহমান মহিব।

শনিবার বেলা ১১টায় আগুনে ভস্মীভূত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শনে যান তিনি।

পরিদর্শন শেষে আগুনে  ক্ষতিগ্রস্ত ২৯ ব্যবসা প্রতিষ্ঠান মালিকের প্রত্যেককে দুই বান করে ঢেউ টিন, নগদ হাজার টাকা এবং ১৫ দিনের খাদ্য সামগ্রী প্রদান করেন তিনি। 

সময় ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মহিববুর রহমান ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, আগুন প্রতিরোধে সকলকে আরও সচেতন হতে হবে। সচেতন না হলে বার বার আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হতে হবে।

তিনি আরও বলেন, কলাপাড়া, রাঙ্গাবালী, মহিপুর কুয়াকাটা দুর্যোগ কবলিত এলাকা। এই এলাকায় বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে দুর্যোগ সহনশীলতার কথা মাথায় রেখে ভবন নির্মাণ করতে হবে। যাতে মাত্রার ভূমিকম্প সইতে পারে। 

এদিকে স্থানীয়দের দাবির মুখে কুয়াকাটা-মহিপুর এলাকায় একটি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের বিষয়ে আশ্বাস দিয়েছেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে অবৈধ বিদ্যুৎ সংযোগ রোধে ব্যবস্থা নিতে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) এবং বিদ্যুৎ বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে। 

এর আগে সকাল সকাল ১০টায় পটুয়াখালী জেলা প্রশাসক মো. নুর কুতুবুল আলম আগুনে ক্ষতিগ্রস্ত আড়তগুলো পরিদর্শন করেন।

জানা গেছে, শুক্রবার রাত আটটার দিকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে ২৯টি মাছের আড়ত ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান ক্ষতি পূরণ হওয়ার মতো নয়।

(ঢাকাটাইমস/০৬মার্চ/প্রতিনিধি/পিএস)