পিরোজপুরে ১০ মিনিটের ঝড়ে লন্ডভন্ড শতাধিক বাড়ি, একজনের মৃত্যু ও আহত ২০

প্রকাশ | ০৭ এপ্রিল ২০২৪, ১৩:৪৪ | আপডেট: ০৭ এপ্রিল ২০২৪, ১৩:৪৬

পিরোজপুর প্রতিনিধি, ঢাকা টাইমস

মাত্র ১০ মিনিটের কালবৈশাখী ঝড়ে পিরোজপুরে কয়েকশ বাড়িঘর লন্ডভন্ড হয়ে গেছে। বিদ্যু বিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো জেলা।

ঝড়ের আঘাতে নিহত হয়েছেন রুবি নামে এক। আহত হয়েছেন অন্তত ২০ জন। রবিবার সকাল ৯টা ৪৫মিনিট থেকে ৯টা ৫৫মিনিট পর্যন্ত চলা ঝড়ে এ তাণ্ডব ঘটে।

গৃহবধূ রুবি সদর উপজেলার মরিচাল এলাকার বাসিন্দা। এ সময় তার শিশুসন্তানও গুরুতর আহত হয়।

ঝড়ে পুরো জেলার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। গাছপালা ভেঙে পড়ে পিরোজপুরের সঙ্গে বরিশালের সড়কসহ বিভিন্ন এলাকার যোগাযোগও বন্ধ হয়ে গেছে।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, ‘এখন পর্যন্ত রুবি নামের একজনের মৃত্যুর খবর পেয়েছি। শতাধিক ঘরবাড়ি ভেঙে গেছে। যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য শুকনো খাবার ও ত্রাণের ব্যবস্থা করা হয়েছে।’

তিনি বলেন, ‘মৃতের পরিবারকে সরকারের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা দেওয়া হবে। তবে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।’

(ঢাকাটাইমস/০৭এপ্রিল/প্রতিনিধি/এসআইএস)