ফাঁকা সিরাজগঞ্জের মহাসড়ক, স্বস্তিতে বাড়ি ফিরেছে মানুষ

নিজস্ব প্রতিবেদক,সিরাজগঞ্জ
  প্রকাশিত : ১০ এপ্রিল ২০২৪, ১৪:৪৮
অ- অ+

প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে নাড়ির টানে বাড়ি ফিরেছে মানুষ। এখন আর যাত্রীর চাপ নেই। ফলে উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত সিরাজগঞ্জের মহাসড়কে কমেছে যানবাহন সংখ্যা। ফলে ফাঁকা রয়েছে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়ক।

মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত যাত্রীদের চাপ থাকলেও পরে ধীরে ধীরে মহাসড়কে কমতে থাকে যানবাহনের সংখ্যা।

এর আগে সিরাজগঞ্জের মহাসড়কে হয়ে উত্তরের যাত্রীরা কোনো প্রকার ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরতে পেরেছে।

বুধবার সকালে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. ওয়াদুদ বলেন, সিরাজগঞ্জ মহাসড়কে গাড়ির চাপ নেই বললেই চলে। গতকাল রাত ১০টার পর থেকেই মহাসড়কে যানবাহনের চাপ কমেছে।

তিনি বলেন, বেশিরভাগ মানুষই ইতোমধ্যে চলে গেছেন, এখন অল্পকিছু মানুষ যাচ্ছেন। তবে আমরা প্রত্যেকটি মানুষ যানবাহনের নিশ্চিত চলাচলে সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছি।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, সেতু পশ্চিম থেকে উত্তরের মহাসড়কে যান চলাচল অনেকটাই কমে গেছে। রাস্তায় গাড়ি নেই বললেই চলে। তবে এখনও কিছু মানুষ বাড়িতে ফিরছেন। যার কারণে মাঝে মধ্যে কিছু গাড়ি দেখা যাচ্ছে সড়কে।

(ঢাকাটাইমস/১০এপ্রিল/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সম্পদের হিসাব ফেসবুকে দিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব
পাবনার রমা দাশগুপ্ত থেকে টলিউডের মহানায়িকা সুচিত্রা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণে সেনাবাহিনী, প্রজ্ঞাপন জারি
শীতে ঠান্ডা পানি খেলে ওজন বাড়ে! কতটা সত্যি? কী বলছেন পুষ্টিবিদরা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা