বিএসএমএমইউ বহির্বিভাগ ৪ দিন বন্ধ, খোলা থাকবে ইনডোর ও জরুরি বিভাগ

প্রকাশ | ১০ এপ্রিল ২০২৪, ২৩:৩৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

ঈদুল ফিতর উপলক্ষে ১০ থেকে ১৪ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বহির্বিভাগ বন্ধ থাকবে । 
তবে রোগীদের সুবিধার্থে ১৩ এপ্রিল (শনিবার) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিএসএমএমইউয়ের বহির্বিভাগ খোলা থাকবে।

অন্যদিকে, প্রতিদিনই বিশ্ববিদ্যালয় হাসপাতালের ইনডোর  ও জরুরি বিভাগ খোলা থাকবে বলে জানা গেছে। হাসপাতালের জরুরি ল্যাব কার্যক্রম সেবাও চালু থাকবে। 


বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, অফিস, বৈকালিক স্পেশালাইজড কনসালটেশন সার্ভিস, সুপার স্পেশালাইজড হাসপাতালের কনসালটেশন সার্ভিস, পিসিআর ল্যাব, কোভিড-১৯ ভ্যাক্সিনেশন ১০ এপ্রিল ১৪ এপ্রিল  পর্যন্ত বন্ধ থাকবে।

পবিত্র ঈদ উল ফিতরের ছুটির দিনগুলোতে যাতে চিকিৎসা ব্যবস্থার কোনো ঘাটতি না হয় সে জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন বিএসএমএমইউয়ের উপাচার্য। রোগীদের উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান  তিনি। 

(ঢাকাটাইমস/১০এপ্রিল/এফএ)