জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ এপ্রিল ২০২৪, ০৮:৫৬| আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ০৯:০৯
অ- অ+

জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টায় এ জামাত শুরু হয়।

এতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, ধর্মমন্ত্রী ফরিদুল হক খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, সচিব ও রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সর্বস্তরের হাজারো মানুষ শ্রেণি-পেশা-আর্থিক অবস্থান ভুলে পাশাপাশি দাঁড়িয়ে নামাজ আদায় করেন। এছাড়াও বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

ঈদের প্রধান জামাতের ইমাম ছিলেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন এবং মোকাব্বির হিসেবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের মুয়াজ্জিন কারি মুহাম্মদ হাবিবুর রহমান দায়িত্ব পালন করেনে।

জাতীয় ঈদগাহে ২৫ হাজার ৪০০ বর্গমিটার আয়তনের মূল প্যান্ডেলে একসঙ্গে ৩৫ হাজার মুসল্লি ঈদের নামাজের জামাত আদায় করেছেন। এছাড়াও অনেক মুসল্লি মূল প্যান্ডেলের বাইরে ঈদের জামাত আদায় করেছেন। নারীদের জন্যও আলাদা নামাজ আদায়ের ব্যবস্থা ছিল।

নামাজের আগে জাতীয় ঈদগাহে হামদ, নাথ ও পবিত্র কোরআন তেলওয়াত করা হয়। এছাড়া ঈদের গুরুত্বের বিষয় আলোচনা করা হয়।

নামাজ শেষে খুতবা, দোয়া ও মোনাজাত হয়। এরপর বুকে বুক মিলিয়ে হৃদয়ের উষ্ণতায় প্রীতির বন্ধনে আবদ্ধ হন সবাই। বিনিময় করেন ঈদের শুভেচ্ছা।

(ঢাকাটাইমস/১১এপ্রিল/টিআই/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এবার চিন্ময়ের জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার, শুনানি রবিবার
গুলশানে নসরুল হামিদের ২০০ কোটি টাকা মূল্যের জমি ক্রোক
খুলনায় ট্যাংক লরি উল্টে দুই নারী নিহত
আন্তঃজেলা বাসে ডিএনসির অভিযান, সাড়ে ১৫ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা