এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অগ্নিকাণ্ডে ভস্মীভূত প্রাইভেটকার

রাজধানীতে এক্সপ্রেসওয়ের কুড়িল অংশে একটি প্রাইভেটকারে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে গাড়িটি পুরোপুরি পুড়ে গেছে।
বৃহস্পতিবার বিকাল পাঁচটা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
পরে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের কুর্মিটোলার দুটি ইউনিট। কীভাবে আগুন লেগেছে তা জানা যায়নি। ফায়ার সার্ভিস বলছে, প্রাইভেটকারের ত্রুটির কারণে এই অগ্নিকাণ্ড ঘটতে পারে। আগুনের কারণে ওই পথে কিছুটা যানজট লাগে।
ফায়ার সার্ভিস সদর দপ্তর ও কুর্মিটোলা স্টেশন জানিয়েছে, প্রায় সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। এসময় প্রাইভেটকারটি জ্বলছিল। দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুনে গাড়িটি পুরোপুরি পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি।
ফায়ার সার্ভিসের (ঢাকা জোন-৩) উপ-সহকারী পরিচালক মোহাম্মদ সফিকুল ইসলাম ঢাকা টাইমসকে বলেন, “এক্সপ্রেসওয়ের ওপরে কুডিল এলাকায় প্রাইভেটকারে (ঢাকা মেট্রো-ঘ-১৭-২৭২১) আগুনের সংবাদ পেয়ে কুর্মিটোলার দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। আগুনে কেউ হতাহত হননি। তবে কী কারণে আগুন লেগেছে তদন্ত করে বলা যাবে।”
(ঢাকাটাইমস/১১এপ্রিল/এসএস/এফএ)

মন্তব্য করুন