সরাইলে আসামি ধরতে গিয়ে বাদী-বিবাদী পক্ষের সংঘর্ষ, আহত ১৫

প্রকাশ | ১২ এপ্রিল ২০২৪, ১৪:২২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকা টাইমস

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হত্যা মামলার এক আসামিকে ধরতে গিয়ে মামলার বাদী ও বিবাদী গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বিশুতারা গ্রামে এ ঘটনা ঘটে।  
সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, গত ৭ মার্চ বিশুতারা গ্রামের  কিচ্ছালডি খালের পাড় থেকে রোকেয়া বেগম নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়। 

এ ঘটনায় নিহতের ছেলে মন্নাফ মিয়া বাদী হয়ে একই এলাকার ইনসান গ্রুপের ৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় বেশ কয়েকজনকে এরই মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বাদীপক্ষের লোকজন আরও এক আসামি ধরতে তার বাড়ি ঘেরাও করে। এ সময় দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। 

(ঢাকাটাইমস/১২এপ্রিল/প্রতিনিধি/পিএস)