শাকিব খানের ‘রাজকুমার’ দেখে এসে যা লিখলেন চয়নিকা

প্রকাশ | ১২ এপ্রিল ২০২৪, ১৪:৩৪

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস

ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে ঢালিউড কিং শাকিব খান অভিনীত ‘রাজকুমার’। সাধারণ দর্শকের পাশাপাশি এরইমধ্যে শোবিজের অনেক তারকাই দেখেছেন সিনেমাটি। তাদেরই একজন নির্মাতা চয়নিকা চৌধুরী। ঈদ দিনই মহাখালীর এসকেএস টাওয়ারে স্টার সিনেপ্লেক্সে বসে সিনেমাটি দেখেছেন তিনি।

‘রাজকুমার’ কেমন লাগল চয়নিকার? সে কথা এই জনপ্রিয় নারী নির্মাতা তুলে ধরেছেন তার ফেসবুকের পাতায়। স্টার সিনেপ্লেক্সে সঙ্গীদের সঙ্গে তোলা কয়েকটি ছবি পোস্ট করে ‘রাজকুমার’ নিয়ে রিভিউ দিয়েছেন তিনি। চলুন তবে আর দেরি না করে দেখে আসি সিনেমাটি নিয়ে কী লিখেছেন চয়নিকা।

‘দেখে এলাম Arshad Adnan প্রযোজিত, Himel Ashraf-এর  #রাজকুমার। আসলে কীভাবে কী লিখবো খুঁজে পাচ্ছি না। বিভিন্ন ওটিটি প্লাটফর্মের একই রকম কাটাকাটি, খুনাখুনি, হাত-পা কাটা রক্তাক্ত সিরিজ/কন্টেন্ট দেখে খুবই বিরক্ত আর ক্লান্ত।’

‘ঠিক তখনই দেখা পেলাম রাজকুমারের। আহা! কী চোখের আরাম! কী শান্তি! আমি কখনোই রিভিউ লিখি না। আর আজকাল তো ভালোকে ভালো বলতে গেলে কিছু অর্ধশিক্ষিত আর নাই কাজওয়ালা মানুষ ভেবেই বসে তেল মারা হচ্ছে। তাতে আমার কিচ্ছু যায় আসে না।’

আসলে যে যেমন তার চিন্তাভাবনা ঠিক তেমন হবে। কিন্ত আমার ভালো লাগাটাই আমি সবসময় দর্শকের সাথে শেয়ার করি। প্রথমত বলতে চাই, রাজকুমার হচ্ছে হিমেল আশরাফের পরিপূর্ণ একটি নিখুঁত বাংলা চলচ্চিত্র। আসলেই এই সিনেমা ‘প্রিয়তমা’কে ছাড়িয়ে অনেক দূর নিয়ে গেছে।’

‘সিনেমাতে এইবার যেন আসল পরিচালক হিমেল আশরাফকে খুঁজে পেলাম। যারা যা কিছুই লিখেছে, বলেছে তাদের এই সিনেমা দেখে ধারণাই বদলে যাবে। সামাজিক, আবেগপ্রবণ, রোমান্টিক এবং পরিবারের ছোট বড় সব্বাইকে নিয়ে একটি দেখার মত ছবি।’

‘আমার দেখা Shakib Khan-এর শ্রেষ্ঠ অভিনয়সমৃদ্ধ সিনেমা। কী তার অভিনয়। কোনো কোনো জায়গাতে চোখ ভিজে এসেছিল। তিনি আবারও তার অভিনয়, শারীরিক মেইনটেনেস, লুক- সবকিছু দিয়ে আবারও প্রমাণ করে দিলেন যে, বাংলা ফিল্ম ইন্ড্রাষ্ট্রিতে এই সময়ে এখনো তিনিই অনলি ওয়ান।’

‘শুধু শাকিব খান নয়, যারা যারা এই সিনেমায় অভিনয় করেছেন প্রত্যেকে দারুণ করেছেন। কারণ, যত ছোট ক্যারেকটার হোক না কেন, কো-আর্টিস্ট ভালো না হলে সব নষ্ট হয়ে যায়। স্পেশালি Tariq Anam Khan, কোর্টনী কফি, দিলারা জামান,@Mahiya Mahi দারুণ করেছেন।’

‘তারপর আমাকে বলতেই হয় ফটোগ্রাফির কথা। ইস! কোনো শটস মিস নাই, ভুল নাই। যেখানে যেমন দরকার সব আছে, সব। অভিনন্দন রাজিবুল ইসলামকে, এত সুন্দর করে বাংলাদেশ আর নিউইয়র্ককে তুলে ধরার জন্যে।’

‘Asif Iqbal-এর লেখা  Somnur Monir Konal আর Balam-এর গাওয়া গানটাই আমার কাছে বেস্ট। বড় স্ক্রিনে কী দারুণ লাগলো। কালার, লাইট, সব সুন্দর। Emon Shaha-এর মিউজিক সেই হয়েছে। কান্না চলে এসেছিল কয়েক জায়গাতে।’

‘সবশেষে বলতে চাই, প্রযোজক আরশাদ আদনানের কথা। একজন পরিচালক অনেক ভাগ্যবান হয় যখন মনের মত কাজ করার জন্যে এমন প্রযোজক থাকে। তাকে আলাদা করে ধন্যবাদ।’

‘দর্শক, আমাদের দেশে অনেক ভালো ভালো কাজ হচ্ছে। আপনারা আপনাদের পরিবার নিয়ে চলে যান সিনেমা হলে। আমি শিওর ঠকবেন না। অভিনন্দন পুরো #রাজকুমার টিমকে এবং ধন্যবাদ।’

(ঢাকাটাইমস/১২এপ্রিল/এজে)