পাকিস্তান সফরের আগে আরও দুঃসংবাদ নিউজিল্যান্ড শিবিরে

প্রকাশ | ১৩ এপ্রিল ২০২৪, ১৩:২৭

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস

চলতি বছরের জুনে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকার মাটিতে বসবে এবারের আসর।  বিশ্বকাপের জন্য ইতোমধ্যে প্রস্তুত হতে শুরু করেছে অংশগ্রহণকারী দলগুলো। এই প্রস্তুতির অংশ হিসেবে পাকিস্তান সফরে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। তবে আইপিএলের কারণে মূল দলের অনেক তারকাকেই এই সিরিজে পাচ্ছে না কিউইরা। সিরিজ শুরুর সপ্তাহখানেক আগে আরও বিপত্তির মুখে মাইকেল ব্রেসওয়েলের দল।

ভারতে চলছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএল। এই টুর্নামেন্টের কারণে পাকিস্তান সফরে ৯ তারকা ক্রিকেটারকে পাচ্ছে না নিউজিল্যান্ড। উপায়ান্তর না দেখে দ্বিতীয় সারির একটি দলই পাঠাতে হচ্ছে কিউইদের।

গুরুত্বপূর্ণ সিরিজের আগে আরও দুঃসংবাদ রয়েছে কিউই শিবিরে। সিরিজ শুরুর সপ্তাহখানেক আগে ছিটকে গেলেন বিধ্বংসী ওপেনার ফিন অ্যালেন এবং অভিজ্ঞ পেসার অ্যাডাম মিলনে। এই দুজনের বদলি হিসেবে টি-টোয়েন্টির অপরিচিত মুখ টম ব্লান্ডেল ও জ্যাক ফকসকে দলে নিয়েছে ক্রিকেট নিউজিল্যান্ড (সিএনজেড)।

তারকা ক্রিকেটারদের না পাওয়া গেলেও এই সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে অভিজ্ঞ টিম সাউদি, উইল ইয়াং ও টম ল্যাথামকে। তবে মার্ক চ্যাপম্যান, অ্যাডাম মিলনে, জিমি নিশামদের মতো অনেককেই দেখা যাবে এই সিরিজে। অধিনায়ক থাকবেন এক বছর পর দলে ফেরা মাইকেল ব্রেসওয়েল। গত বছরের মার্চের পর আর আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি তিনি। চোটের কারণে খেলতে পারেননি ওয়ানডে বিশ্বকাপও। তবে পাকিস্তান সিরিজে ফিরছেন অধিনায়ক হয়ে।
 
নতুন করে ডাক পাওয়া ব্লান্ডেল টেস্ট দলে নিয়মিত হলেও টি-টোয়েন্টিতে খুব একটা নিয়মিত নন। এই ফরম্যাটে খেলেছেন মাত্র ৭টি ম্যাচ। জ্যাক ফোকস প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন।
 
পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড-

মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), টম ব্লান্ডেল, মার্ক চ্যাপম্যান, জশ ক্লার্কসন, জ্যাকব ডুফি, ডিন ফক্সক্রফট, বেন লিস্টার, কোল ম্যাককঞ্চি, জ্যাক ফউকস, জিমি নিশাম, উইল ও'রউরকে, টিম রবিনসন, বেন সিয়ার্স, টিম সেইফার্ট (উইকেটরক্ষক) ও ইশ সোধি।

(ঢাকাটাইমস/১৩এপ্রিল/এনবিডব্লিউ)