ছয় বিভাগে তাপপ্রবাহ

চৈত্রের বিদায় দিনে বেড়েছে গরম, কারণ কী?

প্রকাশ | ১৩ এপ্রিল ২০২৪, ১৪:২৫ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৪, ১৪:৪২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

চৈত্রের মাঝামাঝি থেকে তাপে পুড়ছে পুরো দেশ। হিট অ্যালার্টও জারি করতে হয়েছে। চৈত্রের শেষ দিন শনিবারও গরমে হাঁসফাঁস অবস্থা। গতকাল বৃষ্টি হয়নি এবং আজও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে চলছে দেশের ছয় বিভাগের ওপর। সেটি বিস্তার লাভ করার সম্ভাবনা রেখেই এবার গরম বাড়িয়ে চৈত্র মাস বিদায় নিচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এই সময় গরম বেশি অনুভূত হওয়ার কারণ জানিয়ে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক ঢাকা টাইমসকে বলেন, ‘এপ্রিল হলো বছরের উষ্ণতম মাস। এই সময়ে সূর্য দক্ষিণ গোলার্ধ থেকে উত্তর গোলার্ধে এসে সরাসরি কিরণ দেয়। সূর্যের খুব নিকটবর্তী এলাকা থেকে কিরণ পেয়ে তাপমাত্রা বেড়ে যায়। ফলে গরম বেশি অনুভূত হয়।’

এদিকে আবহাওয়া অধিদপ্তরের শনিবারের পূর্বাভাসে বলা হয়, দেশের ছয় বিভাগ অর্থাৎ রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্রগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে। দিনের তাপমাত্রাও বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তাপপ্রবাহের বিস্তার লাভ করা নিয়ে এ কে এম নাজমুল হক বলেন, ‘দেশে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আমরা ইতিমধ্যে তাপপ্রবাহের সতর্কতা ইস্যু করেছি আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য। যদিও ৭২ ঘণ্টা বা তিন দিন তাপপ্রবাহ বয়ে যাওয়ার বিষয়ে বলা হয়েছে। তবে সেটি আরও কয়েকদিন থাকতে পারে।’

বৃষ্টির বিষয়ে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া সাধারণত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়াবিদেরা বলছেন, ‘চৈত্রের শেষ দিনে উল্লেখযোগ্য বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তবে লোকালি কিছু ওয়েদার তৈরি হয়ে খুব অল্প এলাকার মধ্যেই দমকা হওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে। যদি বৃষ্টি হয়েও থাকে সেটি অল্প সময় অর্থাৎ আধা ঘণ্টা বা মিনিট বিশেকের মধ্যেই শেষ হয়ে যাবে। এছাড়া আসামে বৃষ্টি হলে এর কাছাকাছি এলাকা সিলেট বিভাগে বৃষ্টি হতে পারে।’

(ঢাকাটাইমস/১৩এপ্রিল/টিএ/ইএস)