নানা আয়োজনে কক্সবাজারে বাংলা নববর্ষ উদযাপন

প্রকাশ | ১৪ এপ্রিল ২০২৪, ২০:৫৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

বাংলা নববর্ষ ১৪৩১ বরণ উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে নানা অনুষ্ঠান।

জেলা শিল্পকলা একাডেমি, সাংস্কৃতিক কেন্দ্র, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহযোগিতায় অনুষ্ঠিত বর্ষবরণের আয়োজনে ছিল বৈশাখের গান, মঙ্গল শোভাযাত্রা, বৈশাখী মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান।

রবিবার ভোর সাড়ে ৬টায় শহীদ দৌলত ময়দানে জাতীয় সঙ্গীতের মাধ্যমে দিবসটির কর্মসূচির সূচনা হয়। পরে অনুষ্ঠিত হয় বৈশাখের গান এসো হে বৈশাখ।

পরে জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের নেতৃত্বে বের করা হয় এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। এতে পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাশ, পদস্থ সরকারি কর্মকর্তা, সম্মিলিত সাংস্কৃতিক জেটের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণ করে।

শোভাযাত্রা শেষে নতুন বছরের শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলদেশ গঠনে সকলকে একসঙ্গে কাজ করতে হবে।

পরে বট তলায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

চিরায়িত বাংলার নানা অনুষঙ্গের এই বৈশাখী মেলায় বাঙালিরা মেতে উঠে প্রাণের উৎসবে।

(ঢাকাটাইমস/১৪এপ্রিল/এআর)