দূষিত বায়ুর শহর: দ্বিতীয় স্থানে ঢাকা, শীর্ষে দিল্লি
প্রকাশ | ১৫ এপ্রিল ২০২৪, ১১:১৩
বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় এখন দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা। শীর্ষে ভারতের দিল্লি।
সোমবার বেলা ১১টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।
সূচকে এখন দিল্লির স্কোর ১৯৬ আর ঢাকার স্কোর ১৭৩। তালিকায় ১৬৯ স্কোর নিয়ে তৃতীয় অব্স্থানে রয়েছে ইরাকের বাগদাদ। চতুর্থ স্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু, শহরটির স্কোর ১৬৬। আর ১৬২ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর।
উল্লেখ্য, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয়, ১০১ থেকে ১৫০ স্কোর হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০০-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে ধরা হয়।
(ঢাকাটাইমস/১৫এপ্রিল/এফএ)