ঈদ-নববর্ষ: পাঁচ দিনে পদ্মা সেতু পাড়ি দিয়েছে ৪৬ হাজার ৫৫৩ যানবাহন, টোল আদায় ১৪ কোটি
প্রকাশ | ১৫ এপ্রিল ২০২৪, ১৪:০৪ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৪, ১৪:১৬

পবিত্র ঈদুল ফিতর ও নববর্ষের ছুটির পাঁচ দিনে (৯ থেকে ১৩ এপ্রিল) পদ্মা সেতু হয়ে ৪৬ হাজার ৫৫৩টি যানবাহন পারাপার হয়েছে। এতে পদ্মা সেতুর মাওয়া ও জাজিরা প্রান্তে টোল আদায় হয়েছে মোট ১৪ কোটি ৬০ লাখ ৫২ হাজার ৭০০ টাকা।
সোমবার সেতু বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, গত বছরের তুলনায় এ বছর ঈদে যানবাহন পারাপার ও টোল আদায়ের পরিমাণ দুটোই কমেছে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মাওয়া প্রান্ত দিয়ে ৯ এপ্রিল ৩০ হাজার ৩৩০টি, ১০ এপ্রিল ১৭ হাজার ৫০৫টি, ১১ এপ্রিল ১১ হাজার ১৯৪টি, ১২ এপ্রিল ১৫ হাজার ৮৮৩টি এবং ১৩ এপ্রিল ১২ হাজার ৮৯৬টি যানবাহন পদ্মা সেতু পার হয়েছে। এতে এ প্রান্ত দিয়ে এ পাঁচ দিনে টোল আদায় হয়েছে ৭ কোটি ৮৭ লাখ ১৮ হাজার ৫৫০ টাকা।
জাজিরা প্রান্ত দিয়ে পাঁচ দিনে যথাক্রমে ১৪ হাজার ৮৭৪টি, ৮ হাজার ৫১০টি, ৭ হাজার ৪৬৫টি, ১২ হাজার ১০০টি এবং ১৫ হাজার ৫৯৬টি যানবাহন পদ্মা সেতু পার হয়েছে। এতে এ প্রান্তে টোল আদায় হয়েছে মোট ৬ কোটি ৭৭ লাখ ৩৪ হাজার ১৫০ টাকা।
২০২২ সালের ২৫ জুন বহুল কাঙ্ক্ষিত বাংলাদেশের সবচেয়ে বড় স্থাপনা পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩০ হাজার ১৯৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা বহুমুখী সেতু উদ্বোধনের পর থেকে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের ২১ জেলা ও দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
(ঢাকাটাইমস/১৫এপ্রিল/এলএম/এফএ)