হাতিরঝিল থেকে মানসিক ভারসাম্যহীন যুবকের মরদেহ উদ্ধার
রাজধানীর হাতিরঝিল থেকে ফয়েজ কাদের চৌধুরী (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রামপুরা ব্রিজ এলাকার লেক থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত ফয়েজ উত্তর শাহজাহানপুর এলাকার ফজলুল কাদের চৌধুরীর ছেলে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
ঢাকা টাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন। তিনি বলেন, ফয়েজ কাদের চৌধুরী মানসিক ভারসাম্যহীন ছিলেন। রবিবার রাত আনুমানিক ১১টার সময় পরিবারের সঙ্গে রাগ করে উত্তর শাহজাহানপুরের বাসা থেকে তিনি বের হয়ে যান।
তিনি আরও বলেন, সোমবার সকাল ১০ টা ২০ মিনিটে হাতিরঝিলে ভাসমান অবস্থায় তার মৃতদেহ দেখতে পেয়ে পথচারীরা পুলিশে খবর দেয়। বেলা সাড়ে ১১টার দিকে সেটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।
(ঢাকাটাইমস/১৫এপ্রিল/এলএম/এজে)
মন্তব্য করুন