ভাষানটেকে অগ্নিদুর্ঘটনা: মায়ের পর স্ত্রীও না ফেরার দেশে

প্রকাশ | ১৫ এপ্রিল ২০২৪, ২১:৪০ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৪, ২১:৪৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

ভাষানটেকের অগ্নিদুর্ঘটনায় নিহত লিটনের মায়ের পর এবার তার স্ত্রীও মারা গেলেন। নিহতের নাম সূর্য বানু (৩৫)। শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি সোমবার রাত ৭টা ২০ মিনিটে মারা গেছেন।

বার্ন ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম জানিয়েছেন তার শরীরের ৮২ শতাংশ দগ্ধ হয়েছিল।

এ ঘটনায় এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নিহতের স্বামী মো. লিটন (৪৮), তার ছোট বোন লিজা (১৮) এবং লিটনের মেয়ে লামিয়া (৭) ও ছেলে সুজন (৯)।

এর আগে লিটনের মা মেহরুন্নেছা (৭০) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

গত ১২ এপ্রিল পশ্চিম ভাষানটেক এলাকায় হতাহতদের ভাড়া বাসায় রাত চারটার দিকে মশার কয়াল ধরাতে গেলে বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে ওই পরিবার ৬ জনের গায়ে আগুন লেগে যায়। পরে স্থানীদের সহয়তায় তাদেরকে শেক হাসিনা বার্ন ইনস্টিটিউটে জরুরি বিভাগে ভর্তি করা হয়।

লিটনের গ্রামের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলায়। বর্তমানে ভাষানটেকে পরিবার নিয়ে থাকেন।

(ঢাকাটাইমস/১৫এপ্রিল/এএম/এসআইএস)