পপি জ্যাসপার আন্তর্জাতিক উৎসবে অনুষ্ঠিত হবে ‘ইরান ডে’

প্রকাশ | ১৫ এপ্রিল ২০২৪, ২২:৪৯

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় চলমান ১৮তম পপি জ্যাসপার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের (পিজেআইএফএফ) এক দিন ইরানি চলচ্চিত্রের জন্য উৎসর্গ করা হয়েছে।

১৭ এপ্রিল উত্সবে ইরানের ১৯টি শর্ট ফিল্ম নিযে একটি বিশেষ শো অনুষ্ঠিত হবে। এই শো'তে চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বও থাকবে। খবর ইলনার

চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে কিয়ারশ দাদগার মহেবীরদ্য স্টেক’, সোলমাজ ইতেমাদেরফ্রুইটলেস’, আমির আলি জিয়ারতিরকাও”, মাহিয়ার জাহেরিরওয়ার”, সামান দারভিশেরহোয়াট নাও?”, ওয়াহিদ আলভান্দিফারের "কভার", হোসেন রঞ্জবার শিরাজীর "সিম্ফনি অব দ্য নটস", আব্বাস তাহেরি এবং মাহদিহ তুসির "আবান", আলী ফালাহ মোবারকেহের "লোজার" এবং মোহাম্মদ পোররিয়াহির " মিনিটস সাইলেন্স"

 এবারের পিজেআইএফএফ প্রোগ্রামে ফিচার, ডকুমেন্টারি, শর্ট ফিল্ম, অ্যানিমেশন এবং মিউজিক ভিডিও সহ ৩০টি দেশের ২৭৬টি চলচ্চিত্র দেখানো হবে। উত্সবটি নতুন এবং বৈচিত্র্যময় গল্পকারদের উৎসাহ জুগিয়ে থাকে। সূত্র: তেহরান টাইমস

(ঢাকাটাইমস/১৫এপ্রিল/কেএম