মৌলভীবাজার জেলা নাগরিক কমিটির সভা অনুষ্ঠিত, নতুন সম্পাদক আব্দুল বাছিত বাচ্চু

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
  প্রকাশিত : ১৫ এপ্রিল ২০২৪, ২৩:২০| আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ২৩:২৫
অ- অ+

মৌলভীবাজার জেলা নাগরিক কমিটির এক বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৫টায় পুরাতন হাসপাতাল সড়কস্থ মৌলভীবাজার জেলা নাগরিক কমিটির অস্থায়ী কার্যালয়ে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সিনিয়র সাংবাদিক বকশি ইকবাল আহমদ।

সভায় সংগঠনের বিভিন্ন বিষয়াবলী নিয়ে আলোচনা করা হয়। এতে সকলের মতামতের ভিত্তিতে বিশিষ্ট সাংবাদিক হাজীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল বাছিদ বাচ্চুকে সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয় এবং শূন্য পদ পূরণের সিদ্ধান্ত হয়।

সভায় মৌলভীবাজার জেলায় মনু নদীর বন্যা প্রতিরোধ প্রকল্পসহ জেলার চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ধীর গতিতে উদ্বেগ প্রকাশ করা হয় এবং সকল প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।

সভায় আলোচনা করেন সংগঠনের সহ সভাপতি অ্যাডভোকেট . আবু তাহের, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মাহমুদুর রহমান (মাহমুদ), সাংগঠনিক সম্পাদক সাংবাদিক দুরুদ আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী শেখ মাহমুদুল হাসান, আতাউর রহমান, আমিরুল ইসলাম ,আনসার আহমদ লেচু, সামছুদ্দিন সাজু, চৌধুরী মোহাম্মদ মেরাজ সহ সংগঠনের নেতৃবৃন্দ।

(ঢাকাটাইমস/১৫এপ্রিল/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে গণপিটুনির পর কারাগারে ইমামের মৃত্যু
ইউক্রেনে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের
ভয়ংকর হয়ে উঠে ছিলেন এসপি আব্দুল মান্নান, বরখাস্ত করল সরকার
মাধবপুর উপজেলা আ.লীগের নেতা গ্রেপ্তার  
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা