সারাদেশে রেলসেবা ছড়িয়ে দিতে বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে: রেলমন্ত্রী

প্রকাশ | ১৫ এপ্রিল ২০২৪, ২৩:৫৮

ফরিদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস

রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, বর্তমান সরকার রেলের উন্নয়নে কাজ করছে। সারা দেশে রেল যোগাযোগ ছড়িয়ে দিয়ে বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

সোমবার বিকালে ফরিদপুরের একটি এতিমখানা পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

জিল্লুর হাকিম বলেন, ‘ফরিদপুর রেলওয়েতে বিরাজমান সমস্যাগুলি ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এসব সমস্যার সমাধানে কাজ করা হবে।’

তিনি আরও বলেন, ‘সরকার দক্ষিণাঞ্চলে রেল যোগাযোগে বিশেষ কার্যক্রম হাতে নিয়েছে। ফরিদপুর জেলায় রেলের সম্প্রসারণেও কাজ করা হচ্ছে। অচিরেই ফরিদপুরে রেলের একটি জোন করা হবে।’

(ঢাকাটাইমস/১৫এপ্রিল/এলএম/এসআইএস)