আবারও বাংলাদেশে আশ্রয় নিল ১২ বিজিপি সদস্য

প্রকাশ | ১৬ এপ্রিল ২০২৪, ১৮:১২ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৪, ১৮:৩৮

বান্দরবান প্রতিনিধি, ঢাকা টাইমস
সম্প্রতি কক্সবাজারের একটি ক্যাম্পে বাংলাদেশে আশ্রিত বিজিপি সদস্যরা, ফাইল ছবি

মিয়ানমার থেকে পালিয়ে নতুন করে আরও ১২ জন বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।

মঙ্গলবার সকালে নাইক্ষ্যংছড়ি সদর ইউপির আষাঢ়তলী, জামছড়ি ও ঘুমধুম ইউপির রেজু সীমান্ত দিয়ে বাংলাদেশে আশ্রয় নেন তারা। তাদেরকে নিরস্ত্রীকরণ করে বিজিবির তত্ত্বাবধানে রাখা হয়েছে।

স্থানীয়সূত্রে জানা যায়, মিয়ানমারের অভ্যন্তরে সরকারি জান্তা বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে চলমান সমর যুদ্ধের বিদ্রোহীদের সঙ্গে টিকতে না পেরে বিজিপি সদস্যরা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।

নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবচার ইমন বলেন, আমার ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামছড়ি সীমান্ত দিয়ে ১০ জন বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। তাদেরকে বিজিবির তত্ত্বাবধানে রাখা হয়েছে।

ঘুমধুম ইউপির ৮ নম্বর ওয়ার্ড সদস্য বাবুল কান্তি চাকমা জানান, তার ওয়ার্ডের ফাত্রাঝিরি রেজু আমতলিপাড়া সীমান্ত দিয়ে ২ জন বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে।ন এদের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছেন তিনি।

বিজিবির গণসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম ১২ জন বিজিপি সদস্য আশ্রয় নেওয়ার সত্যতা নিশ্চিত করেন।

এর আগেও শতাধিক বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছিল। আশ্রয় নেওয়া সকল বিজিপি সদস্যদের নিরস্ত্র করে বিজিবিদের হেফাজতে নেওয়া হয়। পরে তাদের দেশে ফেরত পাঠানো হয়। এরপরও কয়েক দফায় বিজিবি সদস্যরা বাংলাদেশে আশ্রয় গ্রহণ করেন।

(ঢাকাটাইমস/১৬এপ্রিল/প্রতিনিধি/এসআইএস)