কেএনএফ সন্দেহে আরও ২ জন কারাগারে

প্রকাশ | ১৭ এপ্রিল ২০২৪, ২৩:১০ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৪, ২৩:১৫

অনলাইন ডেস্ক

বান্দরবানের থানচিতে ব্যাংক ডাকাতি ও হামলার ঘটনায় সন্দেহভাজন আরও দুই কেএনএফ  সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত। 

বুধবার দুপুর আড়াইটার দিকে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ নাজমুল হোসাইনের আদেশে তাদের কারাগারে পাঠানো হয়।

আসামিরা হলেন বান্দরবান সদরের ৪নং সুয়ালক ইউপির ৬ নম্বর ওয়ার্ড ফারুক পাড়া এলাকার লাল টুয়ান বমের ছেলে টাইসন বম (২৩) ও সানকিম বমের ছেলে ভান খলিয়ান বম (৩৭)। 

আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ জানান, বান্দরবানের থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনায় দায়ের করা মামলায় দুই জন আসামিকে আদালতে হাজির করা হলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

এর আগে রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় ৬৩ জনসহ মোট ৬৫ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। 

আদালতের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) পিয়েল পালিত ঢাকা টাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/১৭এপ্রিল/প্রতিনিধি/পিএস)