ঝিনাইদহে প্রসূতি মৃত্যুহার রোধে করণীয় বিষয়ে মতবিনিময় সভা

প্রকাশ | ১৮ এপ্রিল ২০২৪, ১৬:২৮

​​​​​​​ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকা টাইমস

প্রসূতি মৃত্যুহার রোধে করণীয় বিষয়ে ঝিনাইদহে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রাতে জেলা শহরের রুফরয়েল রেস্টুরেন্টে জেলা বিএমএ উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়।

জেলা বিএমএ সভাপতি ডা. রেজা সেকেন্দারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ডা. রাশেদ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু।

সময় ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, ওজিএসবির সভাপতি ডা. হাসানুজ্জামান, ডা. জাহিদ আহমেদ, ডা. আলাউদ্দিন, ডা. শামীমা সুলতানা ডা. মোজ্জাম্মেল হকসহ জেলার ২০ জন সার্জারি, গাইনি মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত ছিলেন।

বক্তারা সাম্প্রতিক সময়ে বিভিন্ন সরকারি বেসরকারি ক্লিনিক এবং হাসপাতালে প্রসূতির মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। 

তারা বলেন, ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া এবং ভেজালের কারণে এই সমস্যা হচ্ছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সমস্যা উত্তরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৃষ্টি কামনাও করেন তারা।

(ঢাকাটাইমস/১৮এপ্রিল/প্রতিনিধি/পিএস)