শিল্পী সমিতির নির্বাচন: সস্ত্রীক ভোট দিলেন অনন্ত জলিল

প্রকাশ | ১৯ এপ্রিল ২০২৪, ১৭:০১

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ চলছে শুক্রবার (১৯ এপ্রিল) সকাল থেকে। চলবে বিকেলে সাড়ে পাঁচটা পর্যন্ত।  

এদিন বিকাল সাড়ে ৩ টার দিকে শিল্পী সমিতির ভোট দিতে আসেন ব্যবসায়ী, প্রযোজক ও চিত্রনায়ক অনন্ত জলিল। এ সময় তার সঙ্গে ছিলেন অভিনেত্রী বর্ষা, নির্মাতা মো. ইকবাল।

ভোট দিতে এসে শিল্পী সমিতির থেকে সিনেমা চলচ্চিত্র নির্মাণের আহ্বান জানান অনন্ত জলিল। বলেন, ‘নির্বাচনের পর যারা জয়ী হবেন তাদের সবার সঙ্গে বসে আলোচনা করব।’

সামনে শিল্পী সমিতির নির্বাচন করবেন কি না জানতে চাইলে অনন্ত জলিল বলেন, ‘আমি এতো বড় মানুষ না। আমি চাই সিনেমা কিভাবে উন্নয়ন করা যায়। সেই ব্যাপারে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।’

শুক্রবার সকাল সাড়ে ৯টায় শিল্পী সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনে দুটি প্যানেল থেকে ২১টি পদে মোট ৪৮ জন প্রার্থী হয়েছেন। এবার ভোটার আছেন ৫৭০ জন।

(ঢাকাটাইমস/১৯এপ্রিল/এলএম/এমআর)