আটঘরিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষ, আহত ৪

প্রকাশ | ১৯ এপ্রিল ২০২৪, ২০:৪১

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি, ঢাকা টাইমস

পাবনার আটঘরিয়ার দেবোত্তর বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আব্দুল মালেক গ্রুপ ও হেলাল গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়েছে। 

আহতদের মধ্যে দুইজনকে পাবনা জেনারেল হাসপাতালে এবং দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৯ এপ্রিল) বিকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

এ ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকালে আটঘরিয়া পৌরসভার দেবোত্তর বাজারে আব্দুল মালেকের নেতৃত্বে তার সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে হেলালের উপর হামলা চালায়। এসময় তার ভাই হিমেল এগিয়ে এলে তাকেও কুপিয়ে আহত করা হয়। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ  বেধে যায়। এতে হেলাল, হিমেল, মালেক ও মোশারফ আহত হয়। 

এদের মধ্যে হেলাল (৩৮) ও হিমেলকে (২৬) গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাদিউল ইসলাম জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেশ কিছুদিন যাবৎ উভয় পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরই জের ধরে শুক্রবার বিকালে সংঘর্ষের এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা রয়েছে বলে জানান তিনি। 

(ঢাকাটাইমস/১৯এপ্রিল/প্রতিনিধি/পিএস)