শেষ মুহূর্তে ভারত সফর স্থগিত করলেন এলন মাস্ক

প্রকাশ | ২০ এপ্রিল ২০২৪, ১৩:০১ | আপডেট: ২০ এপ্রিল ২০২৪, ১৪:৩১

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
গত বছর যুক্তরাষ্ট্রে মাস্কের সঙ্গে দেখা করেছিলেন মোদি

শেষ মুহূর্তে ভারত সফর স্থগিত করলেন বিশ্বের অন্যতম ধনী ও মার্কিন বৈদুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী এলন মাস্ক। নির্বাচনি আবহে দেশটির  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের কথা ছিল মাস্কের। কিন্তু হঠাৎই মাস্ক জানিয়েছেন, আপাতত ভারতে আসা হচ্ছে না তার।

জানা গেছে, রবিবারই দুদিনের সফরে ভারতে আসার কথা ছিল স্পেস এক্স এবং সামাজিক প্লাটফর্ম এক্সের কর্ণধারের। যদিও এই সফরের বৈঠক নিয়ে চূড়ান্ত গোপনীয়তা বজায় রাখা হচ্ছিল। মোদির কার্যালয় বা টেসলা- দুপক্ষই মাস্কের এই সফর নিয়ে চুপ ছিলো। 

শনিবার মাস্ক নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন, ‘দুর্ভাগ্যবশত, টেসলার প্রচুর কাজ থাকায় ভারত সফর পিছিয়ে দিতে হচ্ছে। কিন্তু চলতি বছরের শেষেই ভারতে যাওয়ার ইচ্ছা আছে।’

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই ভারতে কারখানা তৈরির পরিকল্পনা ছিল টেসলার। কিছুদিন আগে শোনা যায়, এপ্রিল মাসে ভারতে আসবেন টেসলার জেষ্ঠ্য কর্মকর্তারা। কারখানা তৈরির জন্য বেশ কিছু এলাকা ঘুরে দেখবেন তারা। সবমিলিয়ে ভারতে কারখানা তৈরিতে ২ বিলিয়ন ডলার বিনিয়োগ করার ভাবনাও রয়েছে টেসলার। তার মধ্যেই মাস্কের ভারত সফরের খবর প্রকাশ্যে আসে। এর আগে গত বছর যুক্তরাষ্ট্র সফরে মাস্কের সঙ্গে দেখা করেছিলেন মোদি। সেই বৈঠকের পরই মাস্ক জানান, তার সংস্থা টেসলা ভারতে বিনিয়োগ করতে আগ্রহী।

ভারতীয় সংবাদমাধ্যম গুলো বলছে, কারখানা চালু হলেই এখানে বছরে পাঁচ লাখ গাড়ি তৈরি হবে। গাড়ির দাম থাকবে ২০ লাখের মধ্যে। ২০১৯ সালেই প্রথম ভারতে ব্যবসা শুরু করার অনুমতি চায় টেসলা। সেই থেকে মাস্ক ও মোদি প্রশাসনের মধ্যে আলোচনা চলছে। কিন্তু কোনও কিছুই ফলপ্রসূ হয়নি গত প্রায় তিন বছরেও। এবার তার সফর স্থগিত হওয়ায় ভারতে টেসলার কারখানা স্থাপনের বিষয়ে ফের পিছিয়ে গেল বরেই মনে হচ্ছে।

সূত্র: এনডিটিভি

(ঢাকাটাইমস/২০এপ্রিল/এমআর)