অপতথ্য রোধে গণমাধ্যমকে ভূমিকা পালনের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

প্রকাশ | ২০ এপ্রিল ২০২৪, ১৫:৪৪ | আপডেট: ২০ এপ্রিল ২০২৪, ১৮:১০

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

অপতথ্য রোধ করতে সরকারের ভূমিকার পাশাপাশি গণমাধ্যমেরও ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। 

শনিবার দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে মিট দ্যা রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন, ‘অপতথ্য রাষ্ট্রকে ঝুঁকির মধ্যে ফেলছে। এইসব অপতৎপরতা রোধে সরকার কঠোর ভূমিকা পালন করবে। এ সমস্যা রোধে সরকারের ভূমিকার পাশাপাশি গণমাধ্যমেরও ভূমিকা পালন করতে হবে।’ 

গণমাধ্যমে অবাধ তথ্য নিশ্চিত করার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘তথ্য পাওয়ার অধিকার বাস্তবে নিশ্চিত করতে সাংবাদিকদের জন্য একটি পরিবেশ তৈরি করা হচ্ছে। ইতোমধ্যে সব মন্ত্রণালয় ও মহলকে নির্দেশনা দেওয়া হয়েছে গণমাধ্যমকর্মীরা সঠিক নিয়মে কোন তথ্য চাইলে তা দ্রুত সময়ের মধ্যে সরবারাহ করতে। কারণ সঠিক তথ্য নিশ্চিত না হলে মিথ্যা তথ্য প্রচারের সুযোগ সৃষ্টি হয়।’ 

এসময় তিনি অপতথ্য রোধে সবাইকে সোচ্চার হতে এবং সাংবাদিকদের বস্তুনিষ্ট সংবাদ প্রকাশে সচেষ্ট থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ  এবং সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান। এসময় ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 

(ঢাকাটাইমস/২০এপ্রিল/এমআই/এমআর)