বঙ্গবন্ধুর সমাধিতে কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের শ্রদ্ধা
প্রকাশ | ২০ এপ্রিল ২০২৪, ২০:১৯ | আপডেট: ২০ এপ্রিল ২০২৪, ২০:২৩

গোপালগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন কর্মসংস্থান ব্যাংকের সদ্য নিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী।
শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পস্তবক র্অপণ ও শ্রদ্ধা নিবেদেন করেন তিনি। একইসঙ্গে ১৯৭৫ সালরে ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করেন।
এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মেহের সুলতানা, মহাব্যবস্থাপক মাহমুদা ইয়াসমীন, প্রধান কার্যালয়ের সকল নির্বাহী ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক, অফিসার্স এসোসিয়েশন, সিবিএ নেতৃবৃন্দ গোপালগঞ্জ অঞ্চলের সকল কর্মকর্তা/কর্মচারী এবং টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/২০এপ্রিল/এসআইএস)