শিক্ষামন্ত্রীকে বলেছি স্কুলগুলো এক সপ্তাহ বন্ধ রাখতে: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ | ২০ এপ্রিল ২০২৪, ২৩:২৬

সাভার (ঢাকা) প্রতিনিধি, ঢাকা টাইমস

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন জানিয়েছেন তিনি শিক্ষামন্ত্রীকে আরও একসপ্তাহ স্কুলগুলো বন্ধ রাখার কথা বলেছেন।

শনিবার দুপুরে সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) নার্সিং কলেজ ভবন উদ্ভোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমি কিছুক্ষন আগে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছি। আমরা আরও এক সপ্তাহ স্কুলগুলো বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। আমাদের কিছু নির্দেশনা আছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে সেগুলো সবজায়গায় দেওয়া হবে। যারা বয়স্ক এবং শিশু রয়েছেন তারা যেন প্রয়োজন না থাকলে ঘরের বাইরে বের না হয়। আর বাকি যে নির্দেশনা সেগুলোও জানিয়ে দেওয়া হবে।’

মনোনীতদের শুভেচ্ছা উপহার তুলে দেন স্বাস্থ্যমন্ত্রীডা. সামন্ত লাল সেন আরও বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে আমি সাধারণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। এ জন্য উপজেলা লেভেলের স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আরো উন্নতিকরণ করে যেন গ্রামিণ জনপদের সাধারণ মানুষ উন্নত চিকিৎসা পায় সে ব্যবস্থা করবো।’

এ সময় আরও উপস্থিত ছিলেন, সিআরপির প্রতিষ্ঠাতা ড. ভ্যালরী টেইলর, ঢাকা জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান, সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা ও সিআরপির নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ সোহরাব হোসেন প্রমুখ।

(ঢাকাটাইমস/২০এপ্রিল/প্রতিনিধি/এসআইএস)