শতভাগ অনলাইন ক্লাসের ঘোষণা ঢাবির, সাদা পোশাক-টুপি পরার পরামর্শ

প্রকাশ | ২১ এপ্রিল ২০২৪, ১৫:০৬ | আপডেট: ২১ এপ্রিল ২০২৪, ১৫:০৮

ঢাবি প্রতিনিধি, ঢাকা টাইমস

দেশের তীব্র তাপপ্রবাহ (হিট ওয়েভ) চলমান থাকায় স্বাস্থ্যঝুঁকি এড়াতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস অনলাইনে হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রবিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে পরীক্ষাসমূহ সশরীরে যথারীতি চলমান থাকবে বলে বিশেষ এ নির্দেশনায় জানানো হয়েছে।

উল্লেখ্য, বর্তমানে প্রচলিত ১০ শতাংশ ক্লাস চলছিল। নতুন নির্দেশনার ফলে শতভাগ অনলাইন ক্লাস হবে।

এ ছাড়াও, শিক্ষার্থীরা হল অথবা বাসার বাইরে আসতে চাইলে স্বাস্থ্যঝুঁকি এড়াতে নিম্নোক্ত স্বাস্থ্যবিধি মেনে সতর্কতার সঙ্গে চলাফেরার জন্য পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

পরামর্শগুলো হলো–

* সাদা বা হালকা রঙের ঢিলেঢালা সুতির পোশাক পরিধান করা।

* যথাসম্ভব ছায়াযুক্ত স্থানে থাকা।

* বাইরে যেতে হলে মাথার জন্য চওড়া কিনারাযুক্ত টুপি, ক্যাপ বা ছাতা ব্যবহার করা। বিশুদ্ধ পানি পান করা; প্রয়োজনে লবণযুক্ত তরল যেমন- খাবার স্যালাইন ইত্যাদি পান করা।

* তাপমাত্রা বৃদ্ধিকারী পানীয় যেমন- চা ও কফি পান থেকে বিরত থাকা।

(ঢাকাটাইমস/২১এপ্রিল/এসকে/ইএস)