উপজেলা নির্বাচন: এবার সরে দাঁড়ালেন আনোয়ার মাস্টারও

আঞ্চলিক প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
  প্রকাশিত : ২২ এপ্রিল ২০২৪, ১৯:৩২
অ- অ+

ভোটের মাঠে অটল থাকার ইচ্ছা প্রকাশ করেও অবশেষে দলীয় সিদ্ধান্তকে সম্মান জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ার

সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার আগামী ৮ মে অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন।

তিনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছিলেন।

সোমবার সকালে সরাইল প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও তৌফিক আহামদ তফসিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত সংবাদকর্মীদের সামনে লিখিত বক্তব্য করেন। তিনি বলেন, বিএনপি বর্তমান সরকারের অধীনে কোনো ধরনের নির্বাচনে অংশ গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে। স্থায়ী কমিটির সিদ্ধান্তকে সম্মান দেখিয়ে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। আমি বিএনপির রাজনীতির সাথে ছিলাম, আছি এবং থাকবো। ১৯৮৭ সালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদলের ব্যানারে প্রতিনিধি নির্বাচিত হয়েছিলাম। আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে জিয়াউর রহমানের আদর্শ লালন করে আসছি। আমার ব্যাপক জনপ্রিয়তা থাকা সত্ত্বেও দলের বৃহত্তর স্বার্থে আমার মনোনয়ন প্রত্যাহার করে নিলাম। তিনি আবেগ আপ্লুত হয়ে দলীয় নেতাকর্মীদের কাছে ক্ষমা চান। এছাড়া দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, বিএনপির আদর্শকে হৃদয়ে লালন করে আসছি, আমৃত্যু লালন করে যাব।

উল্লেখ্য, রবিবার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর তপুও নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

(ঢাকা টাইমস/২২এপ্রিল/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যশোরে দুই মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
তেহরানে ইসরায়েলি হামলায় নিহত ৭৮, আহত তিন শতাধিক 
লন্ডনে অনুষ্ঠিত বৈঠক ইতিবাচক: জোনায়েদ সাকি 
৫৪ বছর যারা দেশ চালাতে পারেনি, জনগণ এবার তাদের প্রত্যাখ্যান করবে: আতাউর 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা