ছাত্রদল নেতা হত্যা মামলায় ইউপি চেয়ারম্যানসহ ১৪ জনের যাবজ্জীবন 

প্রকাশ | ২২ এপ্রিল ২০২৪, ২২:২১

কুমিল্লা প্রতিনিধি, ঢাকা টাইমস
বামে ইউপি চেয়ারম্যান সেকান্দার আলী, ডানে নিহত পারভেজ (ছবি: সংগৃহীত)।

কুমিল্লার আদর্শ সদর উপজেলার ছাত্রদল নেতা পারভেজ হত্যা মামলায় একই উপজেলার কালিবাজার ইউপি চেয়ারম্যান সেকান্দার আলীসহ ১৪ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত ।

সোমবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য়  আদালতের বিচারক নাসরিন জাহান এ রায় দেন। রায়ে আসামিদের প্রত্যেককে দশ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও ৫ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শরিফুল ইসলাম। দণ্ডপ্রাপ্তদের মধ্যে ১১ জন আদালতে উপস্থিত ছিলেন এবং তিন জন পলাতক রয়েছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, কুমিল্লা জেলার কোতোয়ালি থানার ধনুয়াখালী এলাকার মৃত মো. আব্দুর রহমানের ছেলে  ও ইউপি চেয়ারম্যান মো. সেকান্দর আলী (৬৪), একই এলাকার আব্দুল লতিফের ছেলে মো. শাহীন (৩৯), সৈয়দপুর এলাকার আব্দুস সাত্তারের ছেলে মো. সাদ্দাম হোসেন (৩২), কমলাপুর এলাকার মো. মোজাম্মেল হকের ছেলে মো. সাইফুল ইসলাম (২১), যশপুর এলাকার মৃত আহম আলীর ছেলে মফিজ ভান্ডারী, কমলাপুর দক্ষিণপাড়া এলাকার মো. জয়নাল মাস্টারের ছেলে মো. কায়সার (৩২), কমলাপুর এলাকার মৃত মনিরের ছেলে মো. রিয়াজ (৩৩), মনশাসন এলাকার শফিক মেম্বারের ছেলে বিল্লাল, কমলাপুর এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে কামাল হোসেন, কালির বাজার ইউনিয়নের আবদুল ওহেদের ছেলে মো. ইব্রাহীম খলিল (৪৫), রায়চোঁ এলাকার ইমদাদুল হকের ছেলে মেহেদী হাসান, সৈয়দপুর এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে জয়নাল আবেদীন, বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের  মৃত হারুন অর রশিদের ছেলে আব্দুল কাদের ও নারায়নসার এলাকার মৃত আশ্রাব আলীর ছেলে আনোয়ার। 

উল্লেখ্য, ২০২০ সালে ১০ জুন বিকালে পারভেজকে হত্যা করা হয়। 

ওই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় অভিযোগ করেন। পরে মামলাটি তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসলে তদন্তকারী কর্মকর্তা নিজেই বাদী হয়ে আসামি করে মামলা করেন। তবে মামলা চলাকালে ৩১ জনের সাক্ষ্যগ্রহণ করে আদালত। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে সোমবার দুপুরে এ রায় দেন আদালত।

এদিকে রায়ের অসন্তোষ প্রকাশ করে নিহত পারভেজের স্ত্রী হাসিনা বেগম বলেন,‘আসামি সবার ফাঁসি চেয়েছি,আমার জামাইরে তারা  নির্মম ভাবে হত্যা করেছে। আমি ন্যায় বিচারের জন্য উচ্চ আদালতে যাবো।’

(ঢাকাটাইমস/২২এপ্রিল/প্রতিনিধি/পিএস)