চাঁদপুরে আগুনে পুড়ল ১৪ ব্যবসা প্রতিষ্ঠান

প্রকাশ | ২৩ এপ্রিল ২০২৪, ১১:৩৪

চাঁদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ঠাকুর বাজারে আগুনে পুড়ে গেছে ছোট-বড় ১৪ ব্যবসা প্রতিষ্ঠান। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। শাহরাস্তি ফায়ার সার্ভিসের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ১৪টি ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের দাবি।

মঙ্গলবার ভোর রাতে একটি চা দোকানের লকড়ি চুলা থেকে এই আগুনের সূত্রপাত হয়। 

স্থানীয় কাউন্সিলর দেলোয়ার হোসেন মিয়াজী জানান, ঠাকুর বাজারের বিসমিল্লাহ সূতা ঘর, অনিল হোটেল এন্ড রেস্টুরেন্ট, অনিল টি স্টল , টিপটপ লন্ড্রি, বিসমিল্লা আলু আড়ত, পরেশ স্টোর, আক্তার ষ্টোরসহ ১৪ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। এখানে বেশির ভাগ ছিল বিভিন্ন ব্যবসায়ীদের গোডাউন। 

ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমদ ইরান বলেন, রাস্তা সরু থাকায় ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে আসা সম্ভব হয়নি। তারপরও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় পুরো বাজার রক্ষা করা সম্ভব হয়েছে। 

শাহরাস্তি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চিত করে বলেন, একটা লকড়ি চুলা থেকে আগুনের সূত্রপাত। একটি ইউনিট দিয়েই আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত নির্ধারণ করা হয়নি। 
(ঢাকা টাইমস/২৩এপ্রিল/প্রতিনিধি/এসএ)