স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির আরও এক নেতা বহিষ্কার 

প্রকাশ | ২৪ এপ্রিল ২০২৪, ১৩:০৬ | আপডেট: ২৪ এপ্রিল ২০২৪, ১৪:১০

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করায় দলীয় শৃঙ্খলা বজায় রাখতে আরও এক নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। এর আগে দুজনকে বহিষ্কার করেছিল দলটি।

মঙ্গলবার রাতে বিএনপির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ী উপজেলার আড়িয়ল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জু শেখ ফারুখকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে গত ২১ এপ্রিল পটুয়াখালী জেলার সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মনির রহমান এবং কক্সবাজার জেলার ঈদগাহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর তাজ জনিকে প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।

ঢাকাটাইমস/২৪এপ্রিল/জেবি/ইএস