আখাউড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে দুই ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা

প্রকাশ | ২৪ এপ্রিল ২০২৪, ১৮:৪৯

আখাউড়া প্রতিনিধি, ঢাকা টাইমস

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভেকু মেশিন দিয়ে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে দুই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার দুপুরে উপজেলার ধরখার ইউনিয়নের বনগজ এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।  

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রাহাতুল ইসলাম।  

জরিমানা গোনা ব্যক্তিরা হলেন- বনগজ গ্রামের রৌশন আলী ব্যাপারী ও ভাটামাথা গ্রামের মো. সালাহ উদ্দিন।

আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্তরা বিক্রির উদ্দেশে
ভেকু মেশিন দিয়ে কৃষি জমি থেকে মাটি কাটছিল। এ খবর পেয়ে বেলা দুইটার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রাহাতুল ইসলাম ঘটনাস্থল বনগজে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত দুই ব্যক্তির প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেন। 
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রাহাতুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

(ঢাকাটাইমস/২৪এপ্রিল/প্রতিনিধি/পিএস)