ভারী বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত কারাগার, পালালো শতাধিক বন্দি 

প্রকাশ | ২৫ এপ্রিল ২০২৪, ১৬:০৬ | আপডেট: ২৫ এপ্রিল ২০২৪, ১৭:০৬

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

ভারী বৃষ্টিপাতের কারণে অফ্রিকার দেশ নাইজেরিয়ার একটি কারাগার ক্ষতিগ্রস্ত হওয়ার পর সেখান থেকে অন্তত ১১৮ জন বন্দি পালিয়ে গেছে বলে জানিয়েছেন কারাগারটির একজন মুখপাত্র। খবর রয়টার্সের। 

বুধবার রাতে রাজধানী আবুজার নিকটবর্তী শহর সুলেজার একটি কারাগারে এই ঘটনা ঘটে। 

কারাগারের মুখপাত্র আদামা দুজা বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন, পলাতক বন্দিদের গ্রেপ্তারের অভিযান চালাচ্ছে পুলিশ এবং এ পর্যন্ত তাদের মধ্যে ১০ জনকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। 

বিবৃতিতে পলাতক বন্দিদের পরিচয় বা সংশ্লিষ্টতা সম্পর্কে কোনো বিশদ বিবরণ দেওয়া হয়নি। তবে অতীতে দেশটির কুখ্যাত জঙ্গি গোষ্ঠী বোকো হারামের সদস্যরা সুলেজা কারাগারে বন্দি ছিল বলে জানা গেছে।

(ঢাকাটাইমস/২৫এপ্রিল/এমআর)