জবিতে অনির্দিষ্টকালের জন্য অনলাইনে ক্লাস, চলবে সেমিস্টার পরীক্ষা

প্রকাশ | ২৫ এপ্রিল ২০২৪, ১৬:২৩

জবি প্রতিনিধি, ঢাকা টাইমস

তীব্র গরমের কারণে স্বাস্থ্যঝু্ঁকি এড়াতে অনির্দিষ্টকালের জন্য অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। তবে বিভিন্ন বিভাগের সেমিস্টার পরীক্ষাগুলো সুবিধাজনক সময়ে সশরীরে নিতে পারবে। 

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন ঢাকা টাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রক্টর জাহাঙ্গীর হোসেন বলেন, তাপমাত্রা না কমায় অনির্দিষ্টকালের জন্য অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শুধুমাত্র সেমিস্টার পরীক্ষাগুলো সুবিধাজনক সময়ে সশরীরে নিয়ে নেবে বিভাগগুলো। মিড পরীক্ষা রিসিডিউল করে নেওয়া হবে। 

তিনি আরও বলেন, এই মুহূর্তে সশরীরে সেমিস্টার পরীক্ষাগুলো নেওয়া হবে। মিড পরীক্ষা যেকোনো সময় নেওয়া যায়। রিসিডিউল করে পরবর্তীতে নেওয়া হবে। এবিষয়ে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ হবে। 
(ঢাকা টাইমস/২৫এপ্রিল/প্রতিনিধি/এসএ)