লক্ষ্মীপুরে ইসতিসকার নামাজ শেষে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা

প্রকাশ | ২৫ এপ্রিল ২০২৪, ১৭:০৮

লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস

লক্ষ্মীপুরে তীব্র দাবদাহ থেকে বাঁচতে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। 
বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নামাজের ইমামতি করেন লক্ষ্মীপুর পৌর শহরের সাহাপুর এলাকার খাতুনে জান্নাত জামে মসজিদের খতিব মাওলানা নাছির উদ্দিন মাহমুদ।

এছাড়া জেলার রায়পুর, রামগঞ্জ ও রামগতির বিভিন্ন স্থানে পৃথক ইসতিসকার নামাজের আয়োজন করা হয়। নামাজ শেষে আল্লাহর কাছে সকল ভুলত্রুটির ক্ষমা চেয়ে বৃষ্টির জন্য কেঁদেছেন মুসল্লিরা। 

মাওলানা নাছির উদ্দিন মাহমুদ বলেন, কয়েকদিন ধরে অসহনীয় গরম পড়ছে। যা সহ্য করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। বৃষ্টিপাত না হলে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (স.) সাহাবিদের নিয়ে খোলা ময়দানে ইসতিসকার নামাজ আদায় করতেন। মহানবী হজরত মুহাম্মদ (স.) এর সুন্নাত হিসেবে সালাতুল ইসতিসকা আদায় করেছি। আল্লাহর কাছে আমাদের সকল ভুলত্রুটির ক্ষমা চেয়েছি। আল্লাহ যেন আমাদের গুনাহ মাফ করে দেন। আমাদের ওপর রহম করেন। আবহাওয়া অনুকূলে এনে রহমতের বৃষ্টি বর্ষণ করেন। আমরা সবাই আল্লাহর রহমত কামনা করছি।
(ঢাকা টাইমস/২৫এপ্রিল/প্রতিনিধি/এসএ)