টঙ্গীর মিলগেট এলাকায় অগ্নিকাণ্ড, ৫ গুদাম ভস্মীভূত

টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ এপ্রিল ২০২৪, ১৭:৩০| আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ১৮:০৫
অ- অ+

গাজীপুরের টঙ্গী শিল্পাঞ্চলের মিলগেট এলাকায় ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাঁচটি গুদামে রক্ষিত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার সকাল পৌনে ৭টায় স্থানীয় বিএনপি গলিতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌনে ৭টার দিকে হঠাৎ করে ওই এলাকার একটি তুলার গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যে পাশের গুদামে আগুন ছড়িয়ে পড়লে এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দেয়।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আক্তার মুন্সী, সাঈদ, জয়নাল ও মিলন মিয়ার পাঁচটি গুদামে রক্ষিত কয়েক লাখ টাকার মালামাল পুড়ে যায়।

টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবু মোহাম্মদ সাজেদুল কবির জোয়ার্দার বলেন, সকাল পৌনে ৭টায় তুলার গুদামে আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টা করে সকাল পৌনে ৯টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

(ঢাকাটাইমস/২৫এপ্রিল/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কমলো স্বর্ণের দাম
রিজার্ভ ছাড়াল ২৭ বিলিয়ন ডলার 
আগামী নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা পাবে: আমিনুল হক
চাঁদপুরে হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা