তাপপ্রবাহ: ২ হাজার শ্রমজীবীকে সোনালী ব্যাংকের ছাতা উপহার

প্রকাশ | ২৮ এপ্রিল ২০২৪, ১৮:০৪

ঢাকা টাইমস ডেস্ক

দেশব্যাপী চলমান তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ শ্রমজীবী মানুষ, বিশেষত রিকশাচালকদের কষ্ট লাঘবে তাদের মধ্যে দুই হাজার ছাতা উপহার কার্যক্রম শুরু করেছে সোনালী ব্যাংক পিএলসি। কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির অংশ হিসেবে রবিবার ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে মতিঝিল শাপলা চত্বরে শ্রমজীবীদের মধ্যে ছাতা উপহার কার্যক্রমের উদ্বোধন করেন ব্যাংকের চিফ এক্সিকিউটিভ অফিসার মো. আফজাল করিম। 
এসময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দ, প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজারবৃন্দসহ অন্যান্য নির্বাহী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
চলতি তীব্র তাপপ্রবাহের কষ্ট লাঘবে সোনালী ব্যাংকের পক্ষ থেকে রাজধানীর বিভিন্ন এলাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে রিকশাচালকসহ শ্রমজীবী মানুষের মধ্যে এসব ছাতা বিতরণ করা হবে।
(ঢাকা টাইমস/২৮এপ্রিল/এসএ)